মেনু নির্বাচন করুন
প্রকল্প পরিচিতি

| প্রকল্প পরিচিতি |

তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের মাধ্যমে ২,৫৬,০০০ জন সুবিধাবঞ্চিত ও কম সুযোগপ্রাপ্ত মহিলাদের ৭টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। ফলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মিশন/ভিশন অর্জনে অবদান রাখবে। প্রকল্পটি মূলত কারিগরি প্রশিক্ষণ ভিত্তিক প্রকল্প। সুতরাং প্রকল্পের সকল কার্যক্রম প্রশিক্ষণ যেমন:ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যনেজম্যান্ট, বিউটিফিকেশন, ক্যটারিং, ফ্যশন ডিজাইন, বেবী কেয়ার ও হাউজ কিপিং এর বিষয়ে নারীদের কে প্রশিক্ষিত করে  তুলা হবে। এছাড়াও এ সকল বিষয়ে প্রশিক্ষন নিয়ে নারীরা তাদের জ্ঞানকে কিভাবে দেশের অর্থনীতিতে কাজে লাগাবে এই জন্য তাদেরকে ব্যবসায় ব্যবস্থাপনা ও ই-কর্মাস প্রশিক্ষণ দেয়া হবে।

| একনজরে |

প্রকল্পের শিরোনাম তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প।
উদ্যোগী মন্ত্রণালয়/বিভাগ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
বাস্তবায়নকারী সংস্থা (সংস্থাসমূহ) জাতীয় মহিলা সংস্থা
শুরুর তারিখ ০১ জানুয়ারী ২০২১
সমাপ্তির তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫


| পটভূমি |

১৬০ মিলিয়ন জনসংখ্যার দেশ বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে ঘনবসতি পূর্ণ দেশ। জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। ২০১১ সালের গণনা সম্পর্কিত তথ্য থেকে পাওয়া যায় যে ১৬-৪৫ বছর বয়সী পুরুষ এবং নারীর সংখ্যা ৪৭.৩৬%। এর মধ্যে ২৬.৫০% নারী।  সামাজিক-অর্থনৈতিক কর্মকান্ডে তাদের অংশগ্রহণ এখনও পর্যন্ত লক্ষ্যে পৌঁছেনি। নারীর ক্ষমতায়ন ও ক্ষমতায়নের মাত্রা অর্জনে এখন দেশে ও বিদেশে এটি একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। জাতীয় অর্থনীতির মূল ধারার সাথে একত্রীকরণ পূর্বক জাতীয় অর্থনীতিতে অবদান রাখা প্রয়োজন ।

নারীর প্রতি নেতিবাচক মনোভাব এখনও অপরিবর্তিত। সমাজে এটিকে ভাল ভাবে দেখায় না যে একজন নারী শিল্প বা ব্যবসায়ে নিজেকে নিয়োজিত করে। সামাজিক নিরাপত্তাহীনতা এবং ধর্মীয় দণ্ডগুলি মহিলাদের জন্য কাজ করার প্রধান অন্তরায়। ব্যবসার জন্য মূলধন সংগ্রহ করতে তাদের জন্য চরম অসুবিধার সম্মুখীন হতে হয়। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান তাদের অর্থ / ঋণ সহজে প্রদান করে না। তারা স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে তাদের পণ্য বিপণনের পদ্ধতি জানেন না এবং আন্তর্জাতিক মান এবং উন্নত মানের পণ্য উৎপাদন কিভাবে করবে এ বিষয়ে তাদের কোন যথার্থ জ্ঞান নেই।

এই সমস্যাগুলি দূর করার জন্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মহিলা সংস্থার অধীনে "তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন" শীর্ষক এই প্রকল্পটি প্রস্তাব করেছে। এই প্রকল্প সরাসরি দেশে এবং বিদেশে নারীর পণ্য বিপণনের সাথে জড়িত। এটি তাদের বিকাশ ও অগ্রগতির জন্য সুবিধাবঞ্চিত নারী ও উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা ও প্রশিক্ষণ প্রদান করে। ইতোমধ্যে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পটি ৫ বছর করে ১ম ও ২য় পর্যায় সফলভাবে সমাপ্ত হয়েছে এবং ৩য় পর্যায় ডিসেম্বর,২০২০ সালে সমাপ্ত হয়েছে।

প্রশিক্ষণ |

মোট ২৫৬০০০ জন বেকার, অদক্ষ, দরিদ্র এবং সুবিধাবঞ্চিত মহিলাদের পেশাগত ও পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হবে এবং এই প্রকল্পের প্রস্তাবিত বিক্রয় কেন্দ্রগুলিতে তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করার সুযোগ পাবে। প্রকল্পটির সহকারী পরিচালক  (ট্রেনিং এন্ড মনিটরিং) ও ট্রেনিং অফিসার সমস্ত প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ কর্মসূচি চালানোর জন্য পদক্ষেপ নিবেন। প্রতিটি কেন্দ্রের ট্রেনিং অফিসার স্ব স্ব কেন্দ্রের প্রশিক্ষণ কর্মসূচী পরিচালনা  করবে এবং সহকারী পরিচালক  (ট্রেনিং এন্ড মনিটরিং) কে তাদের কার্যক্রম রিপোর্ট করবে। স্থানীয় নির্বাচন কমিটির মূল্যায়ন রির্পোটের উপর ভিত্তি করে প্রশিক্ষণার্থীদের প্রাথমিক নির্বাচন করবে এবং তারপর তালিকাটি সহকারী পরিচালক (ট্রেনিং এন্ড মনিটরিং) এর নিকট পাঠাবে, তিনি  প্রকল্প পরিচালকের অনুমোদনের ভিত্তিতে চূড়ান্ত নির্বাচন করে তালিকা প্রণয়ণ করে প্রশিক্ষণ শুরুর জন্য কেন্দ্রে তালিকা পাঠাবেন। প্রকল্পটির গুণগত প্রশিক্ষণ ও সুষ্ঠু অপারেশন নিশ্চিত করার জন্য জাতীয় মহিলা সংস্থা এবং প্রকল্প অফিসের কর্মকর্তারা নিয়মিত প্রশিক্ষণের কার্যক্রম তদারকি করবে।

একটি সম্পূর্ণ ডেটাবেজে সকল প্রশিক্ষণার্থীদের সম্পর্কে নিম্নলিখিত তথ্য সংরক্ষণ করা হবে: ১) নাম, ২) পিতা নাম, ৩) মাতার নাম, ৪) জাতীয়তা, ৫) ঠিকানা, ৬) শিক্ষাগত যোগ্যতা, ৭) সেল ফোন নাম্বার, ৮) সনদ /প্রশিক্ষণ গ্রহণের তারিখ ইত্যাদি যা বেকার নারীর কর্মসংস্থান এবং সংস্থাগুলির নিয়োগের সংস্থান করবে।

সফলতা |

প্রকল্প পর্যায়-১

জুলাই ২০০৩ থেকে জুন ২০০৮ পর্যন্ত ৮৯১.৯২ লক্ষ টাকা ব্যায় করে নারী উদ্যোক্তাদের উন্নয়নের জন্য প্রণয়ন করা হয়েছিল ‘‘অর্থনৈতিকক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প’’ । এই প্রকল্পের অধীনে ১৭০০ জন বেকার নারীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে স্ব-নির্ভর করা হয়েছিল। ট্রেডগুলি হল: বিউটিফিকেশন, কেটারিং, ফ্যাশন ডিজাইনিং, ইন্টেরিয়র ডিজাইনিং।

প্রকল্প পর্যায়-২

জুলাই ২০১০-জুন ২০১৫  এর সময়কালে ১৩৮৪.৫০ লক্ষ টাকা খরচে নারী উদ্যোক্তাদের উন্নয়নে বাস্তবায়ন করা হয়েছিল। এই প্রকল্পের অধীনে  ৫৭৫০ জন  বেকার নারীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে স্ব-নির্ভর করা হয়েছিল। ট্রেডগুলি হল:বিউটিফিকেশন, ক্যাটারিং, ফ্যাশন ডিজাইনিং, ইন্টেরিয়র ডিজাইনিং, পটারি।

প্রকল্প পর্যায়-৩

জুলাই ২০১৫-জুন ২০২০  পর্যমত্ম  ৯৯৩৪.১৫ লক্ষ টাকা ব্যয়ে নারী উদ্যোক্তাদের উন্নয়নে প্রকল্পটি চালু রয়েছে। এই প্রকল্পের অধীনে  ৬৪০৫০ জন  বেকার ও সুধিাবঞ্জিত নারীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে স্ব-নির্ভর করা হয়েছিল। ট্রেডগুলি হল: বিউটিফিকেশন, ক্যটারিং, ফ্যাশন ডিজাইনিং, ইন্টেরিয়র ডিজাইনিং, বি এন্ড মাশরম্নম কালটিভেশন।