প্রশিক্ষণ গ্রহনে ইচ্ছুক প্রার্থীকে কেবলমাত্র প্রকল্পের ওয়েবসাইট (pweeegl.gov.bd) এর মাধ্যমে Online – এ ভর্তির আবেদন করতে হবে। আবেদনের জন্য কোন ফি জমা দিতে হবে না। Online – এ আবেদনের নিয়মাবলী নিচে দেয়া হলোঃ |
|
০১। |
আবেদনের সময়সীমা
|
০২। |
Online- এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করতে হবে। Online- এ আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্ব্বোচ্চ 300 KB হতে হবে। পূরণকৃত আবেদনপত্রের PDF ভার্শন আবশ্যিক ভাবে ডাউনলোড করতে হবে। ডাউনলোডকৃত আবেদনপত্রের প্রিন্ট কপিতে প্রার্থীকে স্বহস্তে স্বাক্ষর প্রদান করতে হবে। |
০৩। |
নির্ধারিত সময়ের মধ্যে Online- এ আবেদন করা না হলে পরবর্তীতে কোনক্রমেই কোন আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত তারিখের মধ্যে স্বাক্ষরকৃত ফর্মের ০২ (দুই) কপি (মূল আবেদনপত্র) প্রার্থী যে কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণ করতে ইচ্ছুক, সেই কেন্দ্রের প্রশিক্ষণ কর্মকর্তার নিকট দাখিক করতে হবে। প্রশিক্ষণ কর্মকর্তার নিকট দাখিলকৃত আবেদনপত্র বিবেচনাযোগ্য হবে। অন্যথায় আবদন গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে ছবি এবং স্বাক্ষরবিহীন কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। |
০৪। |
প্রশিক্ষণার্থী বাছাই ও ভর্তির ক্ষেত্রে প্রশিক্ষণার্থী নির্বাচন/বাছাই কমিটির নিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কর্তৃপক্ষ কোনরূপ কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন সময় প্রশিক্ষণার্থীর ভর্তি প্রক্রিয়া স্থগিত/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। |
০৫। |
সফলভাবে প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে প্রতিদিনের হাজিরার জন্য ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা করে ৮০ (আশি) অথবা ৪০ (চল্লিশ) দিনের প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। |
০৬। |
সফলভাবে প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান করা হবে। |
০৭। |
আবেদনপত্র বাংলায় পূরণ করতে হবে (কেবলমাত্র ইংরেজীতে পূরণের নির্দেশনা ব্যতিরেকে)। |
০৮। |
বিজ্ঞপ্তিতে বর্ণিত আসন সংখ্যা হ্রাস-বৃদ্ধি বা ট্রেড বাতিল/সংশোধন বা সংযোজন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। |
ট্রেডের বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন >> ট্রেড তালিকা
কেন্দ্রের ঠিকানা বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন >> কেন্দ্রের ঠিকানা প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন হলে, এখানে কল করুন:01711-183153